মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট থেকে মোটরসাইকেলে বিশেষ কায়দায় বহনকালে ২৫ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে শিবালয় থানা পুলিশ।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে পাটুরিয়া ঘাট থেকে মাহাবুল ইসলাম (৩৯) নামের মাদক কারবারীকে আটক করা হয় ।
পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে শিবালয় থানা পাটুরিয়া ঘাটের ট্রাফিক মোড়ে মাহাবুলের মোটর সাইকেল (নম্বর- মেহেরপুর- ল -১১-২৪২৫) তল্লাশি চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মাহাবুল ঝিনাইদাহ থেকে নিষিদ্ধ মাদক ফেনসিডিল নিয়ে ঢাকায় উদ্দেশ্যে ফেরি পার হয়ে আসে। সে ঝিনাইদহ জেলার মহেষপুর থানার মাইলবাড়িয়া গ্রামের আলী বক্সের পুত্র।
শিবালয় থানার এসআই কাদের শেখ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটর সাইকেলে থাকা ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করি। এছাড়াও, মাদক কারবারীর ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করে করে শনিবার কোর্টে চালান দেয়া হয়েছে ।
Leave a Reply