রোববার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে পৌরশহরের শিবপুর রেল লাইন থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, মৃত ফকির চাঁদ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাবগাছি গ্রামের হজরত প্রামাণিকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত ফকির চাঁদ অটোভ্যান চালক ছিলেন। গত এক সপ্তাহ আগে সোমবার রাত ৩:০০ দিকে উল্লাপাড়া মাছের আড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে দুই দিন পর বেলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর পুলিশ বেলকুচি গরুর হাট থেকে একজনকে আটক করেন। আটকের পর তার দেওয়া বর্ণনা অনুযায়ী রোববার সকালে পৌরশহরের শিবপুর গ্রামের রেল রাস্তার পাশ থেকে ফকির চাঁদের অর্ধগলিত লাশ উদ্ধার করেন।
উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন বিষয়টি নিশ্চত করে বলেন, আটককৃত আসামির বর্ণনা অনুযায়ী ফকির চাঁদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply