মানিকগঞ্জে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো-মানিকগঞ্জ সদর উপজেলার কাইমতারা(ভাড়ারিয়া) গ্রামের মোঃ মিন্টু বেপারীর ছেলে মোঃ আবির হোসেন (২০) এবং বাঘিয়া গ্রামের শেখ রনি মিয়ার ছেলে মোঃ মুক্তার হোসেন (২৯)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
তিনি জানান, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় রাতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ উপজেলার চর বালিরটেক এলাকা থেকে পাঁচ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আবির হোসেনকে এবং বাঘিয়া এলাকা থেকে বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply