বেনাপোল সিমান্তে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার
আপডেট সময় :
শনিবার, ২২ অক্টোবর, ২০২২
বেনাপোল প্রতিনিধি.
যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর ব্রিজের পাশের একটি ড্রেন থেকে ২টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এ অস্ত্রের চালান উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্রের একটি চালান এনে সাদিপুর ব্রিজের উপর অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের একটি টহল দল নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হলে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
ব্যাগটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ২টি দেশীয় পিস্তল ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply