খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে ইচ্ছুক নেতাকর্মীদের ওপর একাধিক স্থানে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপি নেতাকর্মীদের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। রূপসায় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
৯টি ট্রলারযোগে আসার পথে হামলায় বিএনপি ফুলতলা থানা শাখার যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আবুল বাশারও আহত হয়েছেন।
বিএনপি নেতা আবুল বাশার দাবি করেন, বাস সিএনজি বন্ধ থাকায় বিএনপি নেতাকর্মীরা ফুলতলা হতে ৯টি ট্রলারযোগে ভৈরব নদ দিয়ে খুলনায় আসছিলেন। ৫ নম্বর ঘাট এলাকায় পৌঁছানোর আগে যুবলীগ নেতারা ট্রলার ঘিরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। হামলার শিকার অনেকেই আবার ফিরে যেতে বাধ্য হন। আহতদের মধ্যে ২০ জন ফুলতলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন। অন্য ১০ জন খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি হয়েছেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি। ঘটনাটি তার থানা এলাকায় নয় বলে দাবি করেছেন তিনি ।
Leave a Reply