একজন মানবিক পুলিশ অফিসার সজীব আহমেদ
-
আপডেট সময় :
শনিবার, ২২ অক্টোবর, ২০২২
মোঃ সজীব আহমেদ,উপ-পরিদর্শক,মানিকগঞ্জ থানা,মানিকগঞ্জ।
দেশ প্রকাশ 24 ডেস্ক.
মানবিক পুলিশ অফিসার, তরুন প্রজন্মের আদর্শ, সুযোগ্য উদ্যামী, ন্যয় পরোয়ান, মেধাবী, সৎ, সাহসী, কর্মঠ, দক্ষ নিরহংকারী কর্তব্য পরায়ন ও আন্তরিক ব্যক্তিত্ব হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন মানিকগঞ্জ সদর থানার চৌকস উপ-পরিদর্শক মোঃ সজীব আহমেদ।
পুলিশ যে জনগণের বন্ধু,আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করার পাশাপাশি তারা যে মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই তার দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশের এই উপ-পরিদর্শক ।
যদি সাধারণ জ্ঞানের দ্বারা বিবেচনা করা হয় তবে কেউই ভুলের উর্ধ্বে নয় কিন্তু যুগে যুগে কিছু ব্যাক্তির আগমন ঘটে যেন তাদের উদ্দেশ্য থাকে মানুষের পাশে দাঁড়ানো, মানবতার কল্যাণে কাজ করা এবং যারা দেশের মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া। বলছি তেমনি এক মানবিক পুলিশের কথা । যিনি সাধারণ মানুষের মতোই কিন্তু তার আদর্শ,দেশ প্রেম যেন মন কেড়েছে হাজারো মানুষের।তিনি ২০২১ সালে মানিকগঞ্জ সদর থানায় যোগদান করেন ।
থানায় যোগদান করার পর থেকেই “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কাজে লাগিয়ে” অসংখ্য মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তিনি। বিভিন্ন অপরাধী ও বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত আসামীদের আটকসহ হারিয়ে যাওয়া মোবাইল ফোন,বিকাশের টাকা উদ্ধার করে মানুষের জানমালের নিরাপত্তা করেছেন নিশ্চিত ।
একসময় কিছু দালাল প্রতারক চক্রের লোকেরা সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিত তাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকাপয়সা। তিনি রোধ করেছেন সেসব দালাল প্রতারকদের দৌরাত্ম্য। সমস্ত ভয়ভীতি থেকে মুক্ত করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে মানুষের ভিতর শান্তি প্রতিষ্ঠা করতে সফল হয়েছে। তার মানবিক কার্যক্রমে সর্বমহল থেকে প্রশংসিত হয়েছেন, এবং তা দিন দিন বেড়েই চলেছে।
তিনি সততার চাঁদরে আবৃত ব্যক্তিময় চলাফেরার কারণে ইতিপূর্বেই উপজেলার সাধারণ মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও এসআই সজীব সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন। তিনি একজন ব্যতিক্রমধর্মী পুলিশ অফিসার।দিনমজুর , চালক – হেলপার, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মনে তিনি শ্রদ্ধার স্থান করে নিয়েছে।
মানিকগঞ্জ সদর থানায় সেবা নিতে আসা কয়েকজনের সাথে আলাপকালে তারা বলেন,যে কোন সমস্যা নিয়ে থানায় অভিযোগ করলে, সমস্যা সমাধানে সজীব স্যারের আন্তরিকতার কোন ঘাটতি পাইনি। আমাদের চোখে দেখা পুলিশ অফিসারের মধ্যে তিনি সেরা একজন পুলিশ অফিসার।
তারা আরোও বলেন,একজন স্বপ্নচারী মানবিক ও নিষ্ঠাবান পুলিশ অফিসার সজীব স্যার। তিনি একজন অসাধারণ ভালো মনের মানুষ। মানবিক মূল্যবোধ ও আত্মমর্যাদায় উদ্ভাসিত হয়ে দেশের পুলিশ হোক জনগণের সত্যিকারের বন্ধু,এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণের জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের শেষ ভরসা ও আশ্রয়স্থল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মমাফিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি ।
তিনি শুধুমাত্র তার উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি নিরলস ভাবে থানায় আগত সকল অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন। আর একারণে আপন মানুষগুলো যেন পর হয়ে গেছে,কাছের প্রিয় মানুষগুলোও দূরে সরে গেছে। এর মধ্যে তিনি ব্যতিক্রম, মৃত্যু ভয়কে উপেক্ষা করে অন্যের সাহায্যে সবসময় ছুটে চলেছেন। তিনি অহর্নিশি কর্মব্যস্ততার জন্য নিজ পরিবারকে সময় দিতে পারেন না বললেই চলে।
একান্ত আলাপচারিতায় মোঃ সজীব আহমেদ বলেন, “ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে খুবই গর্ববোধ করছি এবং গর্ববোধ করি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়ার কারণে। কেননা; পুলিশ মানে জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করা, আর পুলিশ মানে শত ভয়কে জয় করে মানুষের সেবা করা। পুলিশ মানে নিজে রাত জেগে ঘুমকে বিসর্জন দিয়ে অন্যকে ঘুমের স্বাদ দেওয়া। পুলিশ মানে ব্যথিত হৃদয়ে মানুষের মাঝে মিশে যাওয়া। পুলিশ মানে জনগনের যান মালের নিরাপত্তার নিশ্চয়তার দাবিদার।”
তিনি আরো বলেন, “ আমি অনেক খুশি, আমার দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পেরে । আমি যত দিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মানুষের পাশেই থাকব ।সেই সাথে আগামী দিনে আরো ভালো কাজ করার জন্য মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান ,সদর থানার অফিসার ইনচার্চ আব্দুর রউফ সরকার স্যারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি থানাবাসী সকলের সহযোগীতা কামনা করছি ।”
Please Share This Post in Your Social Media
এ জাতীয় আরও খবর
Leave a Reply