নিজস্ব প্রতিনিধি.
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাকিব শিকদার (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
২০শে অক্টোবর (বৃহস্পতিবার) রাত সাড়ে নয়টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জরিনা কলেজ মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাকিব সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ডাউলি গ্রামের শাহজাহান শিকদারের ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, রাকিব তার বন্ধুদের সাথে মিতরা এলাকার “আবাক” এর চায়ের দোকানে চা খেয়ে ফেরার পথে রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয় ।
এসকল তথ্য নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, মিতরা থেকে চা খেয়ে বন্ধুদের সাথে বাড়ী ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায় নিহত যুবক রাকিব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24
এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
Leave a Reply