1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১২:২৭ অপরাহ্ন

রাশিয়ার গ্যাস নর্ড স্ট্রিম ১ এর ৫০ মিটার বিস্ফোরণে ধ্বংস হয়েছে

  • আপডেট সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক.

রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহকারী আলোচিত পাইপলাইপ নর্ড স্ট্রিম এর অন্তত ৫০ মিটার অংশ গত মাসের বিস্ফোরণে ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একটি নরওয়েজীয় রোবোটিক্স কম্পানির তোলা সংক্রান্ত ভিডিও সুইডিশ সংবাদপত্র এক্সপ্রেসেন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

ডেনমার্কের পুলিশের ধারণা নর্ড স্ট্রিম পাইপলাইনেশক্তিশালী বিস্ফোরণচারটি গর্ত তৈরি করেছে।

নাশকতা সন্দেহ করা হলেও কে করেছে বা কী কারণে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে তা এখনও জানা যায়নি।

সুইডিশ সংবাদপত্র এক্সপ্রেসেন এর সঙ্গে মিলে ব্লুআই রোবোটিক্স নামের প্রতিষ্ঠানটি বিশেষ ড্রোন দিয়ে সমুদ্রপৃষ্ঠের প্রায় আড়াই ফুট নিচে বেঁকে যাওয়া ধাতব পাইপের ছবি তুলেছে। ব্লুআই রোবোটিক্স বলেছে, পাইপলাইনের কিছু অংশ হয় হারিয়ে গেছে বা সমুদ্রের তলার মাটিতে চাপা পড়েছে।

ড্রোন অপারেটর ট্রন্ড লারসেন এক্সপ্রেসেন পত্রিকাকে বলেন, ‘যতটা আমরা দেখছি তাতে বলা যায়, কেবলমাত্র প্রচণ্ড কোনো শক্তিই এত পুরু ধাতুকে বাঁকিয়ে দিতে পারে।

বাল্টিক সাগর অতিক্রমকারী ওই পাইপগুলোতে বিস্ফোরণের পর ২৬ সেপ্টেম্বর থেকে রাশিয়ার গ্যাস সরবরাহ স্থগিত রাখা হয়েছে। তবে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই পাইপগুলো দিয়ে গ্যাস সরবরাহ নানা কারণে অনিয়মিত হয়ে পড়েছিল।

ক্রেমলিন অভিযোগ করেছে, পশ্চিমা তদন্তকারীরা পাইপলাইনের ক্ষতির জন্য রাশিয়াকে দায়ী করার চেষ্টা করছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার বলেছেন, ‘প্রাথমিক যুক্তিইবলে দেয় যে পাইপলাইনের ক্ষতি করা রাশিয়ার স্বার্থের অনুকূল নয়।

পশ্চিমা নেতারা এজন্য সরাসরি রাশিয়াকে দোষারোপ করেননি। তবে ইইউ এর আগে ইউক্রেনের প্রতি তাদের সমর্থনের জন্য গ্যাস সরবরাহকে অস্ত্র হিসাবে ব্যবহার করার অভিযোগ করেছে রাশিয়ার বিরুদ্ধে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park