মানিকগঞ্জ জেলা পরিষদে পুনরায় গোলাম মহিউদ্দিন নির্বাচিত
আপডেট সময় :
বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
আব্দুল আল রাকিব, স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম মহিউদ্দিনের আনারস মার্কা ২৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। আনারস প্রতীকের প্রার্থী গোলাম মহিউদ্দিন ৭ টি কেন্দ্রে মোট ৪৫২ ভোট পেয়েছেন, অপর দিকে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের কেএম ফজলুল হক রিপন পেয়েছেন ৪২৫ ভোট। ২৭ ভোট বেশি পেয়ে গোলাম মহিউদ্দিনের আনারস মার্কা বিজয়ী হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলার কেন্দ্রে আনারস প্রতীক পেয়েছে ৭৩ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রতীক চশমা মার্কা পেয়েছে ৭১ টি, সিংগাইরে আনারস ৩৮ ভোট ও চশমা মার্কা ১১৭ ভোট, সাটুরিয়াতে আনারস ৫৮ ভোট ও চশমা মার্কা ৬০ ভোট, ঘিওর ৫৯ ভোট ও চশমা ৩৪ ভোট, দৌলতপুরে আনারস প্রতীক পেয়েছে ৬৭ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রতীক চশমা ৩৯ ভোট, শিবালয়ে আনারস ৬২ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা মার্কা ৩১ ভোট ও হরিরামপুরে আনারস প্রতীকে ৯৫ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রতীক চশমা মাকায় পেয়েছে ৭৩ ভোট পেয়েছে।
মানিকগঞ্জের সাতটি উপজেলার মোট ৮৮৯ জন জনপ্রতিনিধি জেলা পরিষদ নির্বাচনে ভোটার হিসাবে অংশ নিয়েছে। ইলেকট্রিক ভোটিং মেশিনের(ইভিএম) মাধ্যমে জেলার ৭ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়।
Leave a Reply