নিজস্ব প্রতিনিধি.
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আন্তঃ জেলায় বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাসচালকরা। সকাল থেকেই বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা।
বিএনপি অভিযোগ করেছে, জনতার ঢল ঠেকাতে সরকার এ কৌশল নিয়েছে। এদিকে মোটর মালিক নেতারা বলেছেন, তারা বাস বন্ধের কোনো কর্মসূচি নেননি।
বিভিন্ন সূত্র জানায়, আজ বিকেলে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মীর্জা ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা সভায় বক্তব্য দিবেন। সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই নগরীতে উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। গতকাল থেকে আন্ত জেলায় বাস চলাচল সীমিত হয়ে গেছে।
শনিবার সকালে পাটগুদাম বাসস্ট্যান্ড, ত্রিশাল বাসস্ট্যান্ড, মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, কোনো বাস ছাড়ছে না। যাত্রীরা চরম ভোগান্তিতে আছেন।
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, গণজোয়ার ঠেকাতে এ কৌশল নিয়েছে সরকার। কিন্তু সব কৌশল ব্যর্থ করে স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন বলেন, তারা কোনো বাস বন্ধ করেননি। কেউ স্বেচ্ছায় বাস বন্ধ রাখতে পারেন ।
Leave a Reply