মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে মেলার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
শিবালয় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলায় সরকারি-বেসরকারি প্রায় ৩১ টি প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরির জন্য নিবন্ধন করেন প্রায় এক হাজার সাতশ’ত তরুণ-তরুণী। এরমধ্যে দুপুর ২টা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক তরুণ-তরুণীর চাকরির ব্যবস্থাও হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারসহ অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পুলিশ সুপার গেলাম আজাদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উথলী ইউপি চেয়ারম্যান আব্বাস আলী প্রমুখ।
Leave a Reply