মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের খোর্দ্দছাতিয়ান গ্রামের মোঃ ফুলচাঁন শেখের বাড়িতে এই ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে রান্না ঘর থেকে এই অগ্নি কান্ডের সূচনা হয় বলে জানান মোঃ ফুলচান শেখ। শরীরিক ভাবে অসুস্থ তিনি,কানেও শুনে কম । মাঠে এক শতাংশ জমিও নেই তার ।দুই শতাংশ জায়গায় একট টিনের ছাপড়া করে থাকতেন ফুলচাঁন শেখ। ফুলচাঁন শেখের ছোট ছোট দুই ছেলে। ফুলচাঁন শেখের ধান চাউল জমা কাপড় হারিপাতিল সহ সর্বশ্য ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে বলে জানান তার স্ত্রী মোছাঃ রাবিয়া বেগম।
ফুলচাঁন শেখের বড় ভাই জানান একটি প্রতিবন্ধী কার্ডের জন্য মেম্বার চেয়ারম্যানের দ্বারে দ্বারে ঘুরেও কোন লাভ হয়নি । ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ্য টাকার অধিক।থাকার ঘর সহ সবকিছু হারিয়ে নিঃস্ব ফুলচাঁন শেখের ।তার তিন ছেলে ,এক মেয়ে ও বুড়ো বাবা মা নিয়ে এখন হতাশ তার পরিবার।
তাই সরকারি সহযোগিতা কমনা করছেন ফুলচাঁন শেখের পরিবার ।
Leave a Reply