1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:১৪ অপরাহ্ন

অস্ট্রেলিয়া পৌঁছেছেন টাইগাররা

  • আপডেট সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক.

অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে টিটোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এবারের আসরের পর্দা উঠবে শ্রীলঙ্কানামিবিয়া ম্যাচ দিয়ে। এরই মধ্যে বাংলাদেশ দল সে দেশে পৌঁছে গেছে

শনিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল পৌনে ১০টার দিকে ব্রিসবেনে পা রাখেন টাইগাররা।

এবারের আসরে প্রথম রাউন্ডের দলগুলো ১৬ অক্টোবর থেকে লড়বে। আর মূল পর্ব শুরু হবে ২২ অক্টোবর থেকে। মাঝে সব দলই খেলবে ওয়ার্ম-আপ ম্যাচ।

বাংলাদেশ সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে। গ্রুপ ‘বি’তে টাইগারদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাছাই পর্ব থেকে উঠে আসা দুই দল।

আজ বিশ্রাম শেষে রোববার (১৬ অক্টোবর) অনুশীলনে নামার কথা রয়েছে টাইগারদের। বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্রিসবেনে দু’টি ওয়ার্মআপ ম্যাচ খেলবেন তারা। ১৭ অক্টোবর আফগানিস্তান ও ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ অক্টোবর টাইগারদের মূল মিশন শুরু হবে পাকিস্তানের বিপক্ষে।

এদিকে, টি-২০ বিশ্বকাপ দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে থাকা দুই ক্রিকেটার সৌম্য সরকার ও শরীফুল ইসলাম। সেইসঙ্গে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন ব্যাটার সাব্বির রহমান ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

আইসিসির অনুমোদন ছাড়ায় সুপার টুয়েলভে থাকা দলগুলো ১৫ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে পারবে। তাই শুক্রবার (১৪ অক্টোবর) চূড়ান্ত দল ঘোষণা করে বিসিবি।

সর্বশেষ এশিয়া কাপ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন ব্যাটার সাব্বির রহমান। জাতীয় দলে এসে ওপেনিংয়ে থিতু হওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ওপেনিংয়ে ৪ ম্যাচে মাত্র ৩১ রান করেছেন এই ব্যাটার। ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচের পর দল থেকে বাদ পড়েন সাব্বির। আর তার জায়গায় দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে।

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ বলে ২৩ রানের ইনিংস খেলে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের নজর কাড়েন ওপেনার ব্যাটার সৌম্য।

অন্যদিকে ইনজুরি কাটিয়ে দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন করতে পারেননি নিজের নামের প্রতি সুবিচার। দলে ফিরে ৫ ম্যাচ খেলে ৬১ গড়ে নিয়েছেন ৩টি উইকেট। তার বোলিং ইকোনমি ১০.৮৭। তাই তার জায়গায় দলে নেওয়া হয়েছে পেসার শরিফুল ইসলামকে। সম্প্রতি পারফরম্যান্সে সাইফউদ্দিনের চেয়ে এগিয়ে আছেন তিনি।

সাব্বির-সাইফউদ্দিন দু’জনই এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন। তারা দু’জনই দেশে ফিরে আসবেন বলে জানায় বিসিবি। বাদ পড়া এই দুই ক্রিকেটার স্ট্যান্ডবাই হিসেবে থাকবে কিনা তা নিশ্চিত করে কিছু বলেনি বিসিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park