1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:১৪ অপরাহ্ন

৯০০ কোটি টাকার সিন্ডিকেটেড; ঋণ সুবিধা পাচ্ছে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কম্পানি লিমিটেড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এমডি সায়েম সোবহান আনভীরসহ অন্যান্য কর্মকর্তারা ।

নিজস্ব প্রতিনিধি.

৯০০ কোটি টাকার সিন্ডিকেটেড মেয়াদি ঋণ সুবিধা পাচ্ছে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কম্পানি লিমিটেড। এই আয়োজনে ঢাকা ব্যাংক লিমিটেড ‘লিড অ্যারেঞ্জার’ ও ‘এজেন্ট’ হিসেবে কাজ করেছে। বুধবার এই ঋণের চুক্তি স্বাক্ষর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

কম্পানিটি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত বার্ষিক ১৭ লাখ টন ক্ষমতাসম্পন্ন প্লান্টে বিভিন্ন গ্রেডের বিটুমিন ছাড়াও ডিজেল, ফার্নেস অয়েল এবং ন্যাফথা উত্পাদন করে।

অনুষ্ঠানে উপস্থিত সবাই দৃঢ়ভাবে জানান যে আমদানি বিকল্প এসব শিল্পের বিকাশ মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এতে অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে ঢাকা ব্যাংকের সঙ্গে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এবং সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কম্পানি (সাবিনকো) লিমিটেড।

অনুষ্ঠানে এমরানুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা ব্যাংক লিমিটেড; এম কামাল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, সাউথইস্ট ব্যাংক লিমিটেড; জাফর আলম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড; মামুন মাহমুদ শাহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, এনআরবি ব্যাংক লিমিটেড; হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব), এসবিএসি ব্যাংক লিমিটেড; আহমেদ এহসানুল করিম, ব্যবস্থাপনা পরিচালক, সাবিনকো লিমিটেড উপস্থিত ছিলেন।

বসুন্ধরা গ্রুপের পক্ষে আহমেদ আকবর সোবহান, চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপ; সায়েম সোবহান আনভীর, ব্যবস্থাপনা পরিচালক, বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কম্পানি লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park