আগামীবছরথেকেতিনটিশ্রেণিতেনতুনকারিকুলামেরবইছাপাহবে।বইলেখায়বিলম্বহলেওদ্রুততারসঙ্গেকাজমোটামুটিএগিয়েনিয়েআসছিলজাতীয়শিক্ষাক্রমওপাঠ্যপুস্তকবোর্ড (এনসিটিবি)।কিন্তুচিন্তারভাঁজঅন্যকোথাও! আর সেটি লোডশেডিং।এছাড়াকাগজেরসংকটতোআছেই।লেখকদেরকাছথেকেনতুনবইদেরিতেপাওয়ায়ছাপারকাজওদেরিতেশুরুহবে।
২০২৩ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৩৩ কোটির বেশি বই ছাপানো হবে। তার মধ্যে প্রাথমিক পর্যায়ে সাড়ে ৯ কোটি আর মাধ্যমিক পর্যায়ে সাড়ে ২৩ কোটির বেশি রয়েছে।
সারা দেশে যেভাবে লোডশেডিং চলছে তা অব্যাহত থাকলে বা আরো বাড়লে বই ছাপার ক্ষেত্রে বিপর্যয় হতে পারে এমনটি দাবি করেছেন বিনা মূল্যের বই ছাপার কাজে নিয়োজিত প্রেস মালিকরা। এনসিটিবিও বলছে, এভাবে লোডশেডিং হলে যথাসময়ে বই দেওয়া সম্ভব হবে না।
বর্তমানে ঢাকা শহরে দৈনিক লোডশেডিং ৩-৪ ঘণ্টা। আর ঢাকার বাইরে লোডশেডিং সর্বনিম্ন ৩ ঘণ্টা থেকে ১২ ঘণ্টা পর্যন্ত। ফলে এই লোডশেডিংই এনসিটিবির কর্মকর্তাদের উদ্বিগ্ন করেছে। ঢাকায় ৬০ শতাংশ প্রেস রয়েছে। আর ঢাকার বাইরে প্রেস ৪০ শতাংশ। প্রেস মালিকরা জানিয়েছেন, লোডশেডিং না কমালে বা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পেলে যথাসময়ে বই দেওয়া যাবে না।
বিষয়টা বিবেচনায় এনে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যুৎ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। গতকাল এই চিঠি বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোয় পৌঁছানোর কথা জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম।
চিঠিতে সরকারের এই অগ্রাধিকার কাজটি যথাসময়ে সম্পন্ন করার জন্য প্রেস এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানানো হয়। এই অনুরোধের সঙ্গে প্রেসের নাম ও সংশ্লিষ্ট ঠিকানাও সরবরাহ করা হয়।
প্রেসমালিকরা বলছেন, নিয়ম অনুযায়ী, টেন্ডারে অংশ নেওয়ার জন্য প্রেসমালিকের কাছে সম্মতিপত্র (নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড) চাওয়া হয়। সম্মতিপত্র চাওয়ার পর দরদাতারা অন্তত এক সপ্তাহ সময় পান। এরপর তারা আরো ২৮ দিন সময় পান চুক্তি করার জন্য। দরদাতারা পারফরম্যান্স গ্যারান্টি বা সিকিউরিটি মানি দিলেই এনসিটিবি বই ছাপার অনুমতি দিতে সম্মত হয়। এরপর বই মুদ্রণের কার্যাদেশের পাশাপাশি পাণ্ডুলিপি দেওয়া হয়। ওই পাণ্ডুলিপি যাচাই ও এনসিটিবির অনুমোদন নিয়ে বই মুদ্রণ শুরু করতে আরো তিন-চার দিন সময় লেগে যায়। এখনো অনেক প্রেসমালিকের সঙ্গে চুক্তি করা হয়নি।
তবে এনসিটিবি চেয়ারম্যান বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে সব চুক্তি শেষ হয়ে যাবে। তাই দেরিতে দেওয়া হচ্ছে সেটা বলা যাবে না।
Leave a Reply