মানিকগঞ্জে প্রতারণা করে মুক্তিযোদ্ধা ভাতা নেওয়ার অভিযোগ
আপডেট সময় :
সোমবার, ১০ অক্টোবর, ২০২২
মোঃ ফারুক হোসেন.
দৌলতপুর উপজেলার বড় হাতখোড়া ইউনিয়নের গালা এলাকার আবদুস সামাদ (৬৭) -এর বিরুদ্ধে নামের মিল থাকায় ঠিকানা পরিবর্তনের মাধ্যমে প্রতারণা করে সিংগাইর জামশা ইউনিয়নের মৃত আবদুস সামাদ-এর মুক্তিযোদ্ধা ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের বালুচর এলাকার মৃত আব্দুস সামাদ ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তার বেসামরিক গেজেট নং ১৮২৫(১৭-০৪-১৬)। যার কারণে তার স্ত্রী হালেমা খাতুন মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা পেতেন। গত মার্চ মাস থেকে মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে হালেমা খাতুনের পাওয়া ভাতা বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে ওই পরিবারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে যোগাযোগ করেন। তারা জানতে পারেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বড় হাতখোড়া ইউনিয়নের গালা এলাকার আবদুস সামাদ নামের একজন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে যোগাযোগ করে ঠিকানা পরিবর্তনের মাধ্যমে প্রতারণা করে তার নামে গ্রেজেট সংশোধন করেন। এতে গত মার্চ মাস থেকে দৌলতপুর উপজেলার প্রতারক আবদুস সামাদ মুক্তিযোদ্ধা ভাতাসহ সব ধরণের সুযোগ-সুবিধা গ্রহণ করছেন।
পরবর্তীতে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে পূর্বের গ্রেজেট বহাল রাখার জন্য আবেদন করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের মেয়ে সেলিনা আক্তার প্রতারক আবদুস সামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, মুক্তিযোদ্ধার মেয়ে সেলিনা বাদী হয়ে দৌলতপুর উপজেলার আবদুস সামাদকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা ও মামলার তদন্ত চলছে।
Leave a Reply