বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিগিগরই জাতির সামনে এই রূপরেখা তুলে ধরা হবে। তার ভিত্তিতে কঠিন কঠোর আন্দোলনে সরকারের বিদায় ঘটানো হবে। ইতিমধ্যে আগামী দুই মাসে ১০টি বিভাগীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ১২ অক্টোবর থেকে এই সমাবেশ শুরু হবে। শুরুর দিন চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং সবশেষে ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ হবে।
বর্তমানে চলছে প্রস্তুতিমূলক কর্মকাণ্ড। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ১০টি বিভাগের নেতাদের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেছেন। সমাবেশে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি চায় বিএনপি হাইকমান্ড। এজন্য নানা দিকনির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে জেলা ও মহানগরে কোনো কোন্দল থাকলে তা সমাধানের ওপরও জোর দেয় হাইকমান্ড।
এদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলতে কাজ করছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। সরকারবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপের পরিপ্রেক্ষিতে যুগপত্ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। রূপরেখায় কী থাকবে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই সরকারকে পদত্যাগ করতে হবে। একটা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই সংসদ বাতিল করতে হবে এবং একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যাদের নেতৃত্বে নতুন একটা নির্বাচন কমিশন গঠন হবে। সব দলের অংশগ্রহণের মাধ্যমে সকল ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। এটাই আমাদের প্রধান বিষয়। এছাড়া নির্বাচনের পরে আন্দোলনকারী যেসব দল থাকবে তাদের সমন্বয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে।
মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে গণআন্দোলন সৃষ্টি করে সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে চাই। আজকে বাংলাদেশের জনগণের মাঝে একটাই দাবি, এই সরকারকে অবশ্যই যেতে হবে।
দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, এখন ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে উঠছে। সরকার সর্বশক্তি দিয়েও আর ঠেকাতে পারবে না। পতন তাদের হবেই।
সময়মতোতত্ত্বাবধায়কসরকারেররূপরেখা
এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে সংলাপ শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাতিল হওয়া ত্রয়োদশ সংশোধনীর আলোকেই বিএনপি সময়মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা জানাবে। এর আগে সকাল ১০টায় বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বিএনপির মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply