1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন

ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি সাক্ষাৎকার ১৭ অক্টোবর

  • আপডেট সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

মোঃ রাকিবুল ইসলাম, ইবি প্রতিনিধি.

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার আগামী ১৭-১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার চলবে। সাক্ষাৎকার শেষে ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় ভর্তি ফি দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. এরশাদ উল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভর্তি শেষে ২৪-২৬ অক্টোবর পর্যন্ত বিভাগ পরিবর্তনের আবেদনের সুযোগ থাকবে। আসন খালি সাপেক্ষে দ্বিতীয় ও তৃতীয় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের সময় এবং ক্লাস শুরুর বিষয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারে ভর্তি পরীক্ষার হলের পরিদর্শক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র ও সনদ অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র এবং আট কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park