1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৫৪ পূর্বাহ্ন

প্রতিমায় চলছে রঙের কাজ;ব্যস্ত মৃৎশিল্পীরা

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
কৃষ্ণপুর মধ্যপাড়া সার্বজনীন দূর্গা মন্দির

নিজস্ব প্রতিনিধি.

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আসন্ন। আগামী ০১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। পুরোদমে চলছে উৎসব আয়োজনে পূজার প্রস্তুতি। মন্ডপে মন্ডপে প্রতিমা নির্মাণ শেষে এখন চলছে শেষপর্যায়ের রঙ-তুলির আঁচড়।

তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর মধ্যপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরেও চলছে শেষ সময়ের প্রস্তুতি ।

ষষ্ঠী তিথিতে দেবী দূর্গার বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। তাই মানিকগঞ্জের পূজামন্ডপ ও প্রতিমালয়গুলোতে চলছে দুর্গা দেবীর প্রতিমায় রঙতুলি ও সাজানোর কাজ। প্রতিমার অবয়বকে আরও সুন্দর করে তুলতে পরানো হচ্ছে সুন্দর সুন্দর পোশাক। প্রতিমালয়গুলোতে চলছে দুর্গা দেবীর প্রতিমা গড়ে তোলার ধুম। প্রতিমায় দেবীর মূল অবয়ব গড়ে তোলা হয়েছে। প্রতিমায় মাটির প্রলেপ দেওয়াও শেষ, চলছে শেষপর্যায়ের রংতুলির কাজ। শিল্পীর তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠছে দেবীর রূপ। ফলে এখন দম ফেলার ফুসরত নেই মৃৎশিল্পীদের।

দূর্গোৎসবকে সামনে রেখে রঙের কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলার মৃৎশিল্পীরা। মানিকগঞ্জ সদর উপজেলার মধ্য কৃষ্ণপুর সর্বজনীন দূর্গা মন্দিরে দেখা যায়, প্রতিমা রঙে ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রতিবারের মতো এবারো নৈপুণ্যের সঙ্গে প্রতিমা বানানোর কাজ চলছে দিনরাত। প্রতিটি প্রতিমায় বাঁশ-খড়খুটো দিয়ে তৈরি দেবীর অবয়বের ওপর মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষে এখন চলছে রঙের কাজ।

মৃৎশিল্পী পীযুষ চন্দ্র পাল বলেন,উপজেলা থেকে ১৪টি প্রতিমা তৈরির অর্ডার পেয়েছি। মানভেদে ২০ থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা নেওয়া হচ্ছে। এখন চলছে প্রতিমায় রঙের কাজ। আশা করছি নির্দষ্ট সময়ের আগেই কাজ শেষ করতে পারবো ।বর্তমানে সব কিছুর দাম বেশি,তাই সরকারের কাছে আবেদন আমাদের মুজুরী যেন কিছুটা বৃদ্ধি করা হয় ।”

আগামী ০১ অক্টোবর মহাষষ্ঠীর দিন মহালয়ার মধ্য দিয়ে মর্তলোকে মায়ের বাড়িতে দুর্গা দেবীর আগমন হবে। ০২ অক্টোবর মহাসপ্তমী, ০৩ অক্টোবর মহাঅষ্টমী, ০৪ অক্টোবর নবমী পূজা অনুষ্ঠিত হবে। ০৫ অক্টোবর বিজয়া দশমী বিহিতপূজা শেষে দেবী মর্তলোক ছেড়ে স্বর্গলোকে শিবের বাড়ি ফিরে যাবেন।

মধ্য কৃষ্ণপুর সর্বজনীন দূর্গা মন্দিরে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায় জানান, “ বিগত ১৩ বছরে ন্যায় এবছরও দূর্গা পূজার প্রস্তুতি নেয়া হয়েছে।আমরা হিন্দু-মুসলিম সকলে মিলেই এখানে উৎসব করি ।প্রতিবছর প্রশাসনের পক্ষ থেকে আমাদের সহযোগীতা করা হয় ।এবছরও প্রশাসন ও এলাকাবাসীর সহযোগীতা চাচ্ছি।আশা করছি সরকারের স্বাস্থ্যবিধি মেনেই সুন্দর ও সুষ্ঠভাবে পূজা সম্পন্ন করতে পারবো ।

মানিকগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে । পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে মাঠে থাকবে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park