মানিকগঞ্জ থানার শ্রেষ্ঠ এএসআই(সহকারী উপ-পরিদর্শক) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আলী আকবর খন্দকার।
শনিবার (১৭ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ অফিসারদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। মাসব্যাপী ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার হতে সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (প্রশাসন ও অর্থ), জনাব হাফিজুর রহমান তার হাতে ক্রেস্ট তুলে দেন ।পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
মোঃ আলী আকবর খন্দকার বলেন, “এই পুরষ্কার আমাকে ভালো কাজে আরো বেশি উৎসাহ দিবে। এই পুরস্কার প্রাপ্তিতে আমি পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান স্যারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । সেই সাথে আগামী দিনে আরো ভালো কাজ করার জন্য থানাবাসীর সহযোগীতা কামনা করছি ।”
Leave a Reply