মানিকগঞ্জে শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার শাহ্ জামাল
আপডেট সময় :
রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
নিজস্ব প্রতিনিধি.
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন সদর থানার উপ-পরিদর্শক শাহ্ জামাল ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ অফিসারদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। মাসব্যাপী ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাদেরকে এই পুরস্কার দেয়া করা হয়।।পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার হতে সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (প্রশাসন ও অর্থ), জনাব হাফিজুর রহমান তার হাতে ক্রেস্ট তুলে দেন । এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
শাহ জামাল বলেন, “ এই পুরষ্কার আমার কাজে আমাকে আরো বেশি উৎসাহ প্রদান করবে । এই পুরস্কার প্রাপ্তিতে আমি পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান স্যারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ ।”
আগামী দিনে আরো ভালো কাজ করার জন্য সদর থানাবাসীর সহযোগীতা কামনা করেন তিনি ।
Leave a Reply