1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:০১ অপরাহ্ন

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ; পা বিচ্ছিন্ন বাংলাদেশি যুবকের

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
আহত অন্য থাইং তংচঙ্গ্যা ।ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট.

শুক্রবার বিকেলে মিয়ানমার সীমান্ত থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন।

আহত অন্য থাইং তংচঙ্গ্যা (২৮) ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেডম্যানপাড়া এলাকা বাসিন্দা মৃত অংকেথাইন তংচঙ্গ্যার ছেলে। সীমান্তবর্তী ৩৫ নম্বর পিলার এলাকায় গরু চড়াতে গেলে মাইন বিস্ফোরণে তিনি আহত হন। একই সাথে তার সঙ্গে থাকা একটি গরু মারা যায়।

তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান।

তিনি আরো বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক আহত যুবককে হাসপাতালের জরুারি বিভাগে আনা হয়। তার একটি পা বিচ্ছিন্ন ছিল। তার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সন্ধ্যার পর চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

টানা চারদিন বন্ধ থাকার পর আবারও মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলি শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ১১টার পর ফের গুলির শব্দে সীমান্তের এপারও কেঁপে উঠছে ।এ নিয়ে বাংলাদেশ সীমান্তবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

No description available.

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ জানান, গত কয়েকদিন গুলির আওয়াজ না থাকায় সীমান্তের মানুষ শান্তিতে ছিল। কিন্তু শুক্রবার আবারও গুলির আওয়াজ ভেসে আসছে। এতে করে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। হালকা অস্ত্রের পাশাপাশি ভারী অস্ত্রের আওয়াজ হচ্ছে ওপারে। এতে সীমান্ত এলাকায় তাদের কাঁচা ঘর-বাড়িঘর কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরও জানান, শুক্রবার বিকেলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কৃষক যুবক আহত হওয়ার খবর পেয়েছি। তার বাড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ায়। আহত অন্য থাইং তংচঙ্গ্যাকে সিএনজি করে হাসপাতালে নেন স্থানীয়রা। সীমান্তবর্তী ৩৫ নম্বর পিলার এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারগুলো গরু-ছাগল ও শুকর চরাতে নিয়ে যায়। সেখানে মিয়ানমার সীমান্তবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অন্য থাইং আহত হন বলে জেনেছি।

আহতের মা ইয়াং মে চাকমা জানান, গরু নিয়ে ফিরে আসার পথে মিয়ানমার সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে স্থল মাইনের বিস্ফোরণ ঘটে। মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ছেলের পা উড়ে গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বলেন,স্থলমাইন বিস্ফোরণে এক কৃষক আহত হওয়ার খবরটি শুনেছি ।

উল্লেখ্য, গত একমাসের অধিক সময় ধরে মিয়ানমারের স্বাধীনতাকামী আরাকান আর্মির সঙ্গে সেদেশের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ও হামলা চলছে। তাদের অভ্যন্তরীণ হামলায় ব্যবহৃত গোলা দুই দফায় এসে পড়ে বাংলাদেশ অভ্যন্তরে। এতে করে সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার কারণে বেশ কিছুদিন ধরে সীমান্ত ঘেঁষা বিভিন্ন ক্ষেত খামারে যেতে ভয় পাচ্ছিল স্থানীয়রা। এরই জেরে শুক্রবার বিকেলে স্থল মাইনে আহত হয়েছেন বাংলাদেশি যুবক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park