ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে মাদকবিরোধী সভা ও শিক্ষা সমাপনী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হলটির টিভি রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. মাহাবুবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রক্টর ড. মো. শফিকুল ইসলাম, ড. মুর্শিদ আলমসহ হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সমাজে মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবার জন্য ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে সমানভাবে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলের আবাসিক ছাত্রী জান্নাতুল ফেরদৌস নীলা ও জারীন তাসনীম।
Leave a Reply