মোঃ ফারুক হোসেন,ষ্টাফ রিপোর্টার.
মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ বুলেট দেওয়ান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার গোবিন্দল এলাকার তোতা দেওয়ানের ছেলে। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার চর নয়াডাঙ্গী একতা কাঁচামালের আড়ত থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত (ঢাকা মেট্টো-গ-১৩-২৮৩৮) প্রাইভেটকারও আটক করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা।
তিনি জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার-এর দিকনির্দেশনায় মাদক নির্মূল অভিযানে থানার এসআই মো. সুমন মিয়া, এসআই মাহফুজুল হাসান ও এএসআই মো. মাজহারুল ইসলামের সমন্বয়ে গোপনে একটি অভিযান চালিয়ে গাঁজা, ব্যবহৃত প্রাইভেটকারসহ মাদক কারবারি বুলেট দেওয়ানকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24
এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
Leave a Reply