হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জোকা যুব উন্নয়ন কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেলের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আশিক মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, এ ঘটনায় বরংগাইল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply