জিএমপি’র কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক শওকত ইমরান জানান, “ গোলাম আক্তারের ছেলে মো. সাইফুদ্দিন (৩৩) একটি খুনের মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি আছেন।মঙ্গলবার দুপুরে তিনি ছেলের সঙ্গে দেখা করতে আসেন। প্রধান ফটকের চেকপোস্টে কারারক্ষীরা তার জামা তল্লাশি করে এক পুরিয়া গাঁজা, কিছু তামাক , একটি কলকি ও একটি ছোট কেঁচি উদ্ধার করেন। বিষয়টি থানায় অবগত করলে গোলাম আক্তারকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম আক্তার পুলিশকে জানান, সে মাজারে মাজারে থাকেন। নিজে সেবনের জন্য সরঞ্জামসহ গাঁজা সঙ্গে রেখেছিলেন।
Leave a Reply