জাহিদুল ইসলাম.
মানিকগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২২-২৩।
শুক্রবার ৯ সেপ্টেম্বর বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়ানুরাগী দেওয়ান জাহিদ আহমেদ টুলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নীনা রহমাম,ওলামা মাশায়েখের মহাপরিচালক বশির রেজা, লীগ পরিচালনা কমিটির আহবায়ক গাজী খায়রুল হুদা ফারুকসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে মানিকগঞ্জ সিটি ক্লাব এবং মানরা নবারুন যুব সংঘ। জেলার শীর্ষস্থানীয় ৭টি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24
এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
Leave a Reply