1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:০১ অপরাহ্ন

কুরআন ও হাদীস  অনুযায়ী  ধূমপান-মাকরূহ নাকি হারাম ?

  • আপডেট সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

মোঃ তাজুল ইসলাম, ধর্মীয় প্রতিবেদক.

নবী করিম  (ﷺ) বলেছেনঃ

নেশা উদ্রেককারী প্রতিটি বস্তু মদের অন্তর্ভুক্ত।আর নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম।যে ব্যক্তি একবার নেশা উদ্রেককারী জিনিস পান করলো সে তার চল্লিশ দিনের সলাতের কল্যাণ হতে বঞ্চিত হলো।[আবু দাউদঃ ৩৬৮০]

সিগারেটের গায়ে লেখা থাকে “ধুমপান মৃত্যু ঘটায়”। আল্লাহ পাক বলেন,”তোমরা নিজেদের হস্ত দয়কে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।”ولا تلقوا بايديكم الى التهلكه [সুরা,বাকারা,আয়াত-১৯৫]

সিগারেট নেশাজাতীয় জিনিস।নবী করিম (ﷺ) বলেছেন,”প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।” [মুসলিম-২০০৩]

কেউ একসাথে ১৫-২০টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য।- রাসূল (ﷺ) বলেছেন:-

“যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।” [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]

সিগারেট অপবিত্র জিনিস।- আল্লাহ পাক বলেন, “তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করা হয়েছে।এবং অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।[সুরা,আরাফ-আয়াত-১৫৭]

সিগারেটে অপব্যয় ছাড়া অন্য কিছু নয়।- আল্লাহ পাক বলেন, “নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।” [সূরা,ইসরা- আয়াত-২৭]

সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।- রাসূল (ﷺ) বলেন,”যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।” [বুখারী]

সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়।- জাহান্নামীদের খাবার প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, “لايسمن ولا يغني من جوع

এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না। [ সুরা-গাশিয়াহ-আয়াত-৭]

এবার আপনিই সিদ্ধান্ত নিন- এই ধুমপান করবেন, নাকি ছাড়বেন?আজ ধূমপান করে অনেক মানুষ মারা যাচ্ছে।ধূমপানের নেশায় পড়ে যুব সমাজ,ও স্কুল,কলেজ,এবং ইউনিভার্সিটির ছাত্র- ছাত্রী গুলো  ধ্বংস হয়ে যাচ্ছে।

তাই আসুন আমরা এই ধূমপান থেকে দুরে থাকি। সুস্থ জীবন উপভোগ করি।আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।এবং জীবনের ভুলগোলো  যেনো ক্ষমা করেদেন- আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park