নেশা উদ্রেককারী প্রতিটি বস্তু মদের অন্তর্ভুক্ত।আর নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম।যে ব্যক্তি একবার নেশা উদ্রেককারী জিনিস পান করলো সে তার চল্লিশ দিনের সলাতের কল্যাণ হতে বঞ্চিত হলো।[আবু দাউদঃ ৩৬৮০]
সিগারেটের গায়ে লেখা থাকে “ধুমপান মৃত্যু ঘটায়”। আল্লাহ পাক বলেন,”তোমরা নিজেদের হস্ত দয়কে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।”ولا تلقوا بايديكم الى التهلكه [সুরা,বাকারা,আয়াত-১৯৫]
কেউ একসাথে ১৫-২০টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য।- রাসূল (ﷺ) বলেছেন:-
“যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।” [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]
সিগারেট অপবিত্র জিনিস।- আল্লাহ পাক বলেন, “তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করা হয়েছে।এবং অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।[সুরা,আরাফ-আয়াত-১৫৭]
সিগারেটে অপব্যয় ছাড়া অন্য কিছু নয়।- আল্লাহ পাক বলেন, “নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।” [সূরা,ইসরা- আয়াত-২৭]
সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।- রাসূল (ﷺ) বলেন,”যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।” [বুখারী]
সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়।- জাহান্নামীদের খাবার প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, “لايسمن ولا يغني من جوع
এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না। [ সুরা-গাশিয়াহ-আয়াত-৭]
এবার আপনিই সিদ্ধান্ত নিন- এই ধুমপান করবেন, নাকি ছাড়বেন?আজ ধূমপান করে অনেক মানুষ মারা যাচ্ছে।ধূমপানের নেশায় পড়ে যুব সমাজ,ও স্কুল,কলেজ,এবং ইউনিভার্সিটির ছাত্র- ছাত্রী গুলো ধ্বংস হয়ে যাচ্ছে।
তাই আসুন আমরা এই ধূমপান থেকে দুরে থাকি। সুস্থ জীবন উপভোগ করি।আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।এবং জীবনের ভুলগোলো যেনো ক্ষমা করেদেন- আমিন।
Leave a Reply