1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করলেন  পুলিশ সুপার

  • আপডেট সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

জাহাঙ্গীর আলম.

মানিকগঞ্জে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

শুক্রবার ৯ সেপ্টেম্বর দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “ যুবক ও তরুনরা মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। এর থেকে মুক্তি পেতে হলে সমাজের সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কে মাদকের ব্যবসা করে, কারা সেবন করে-আমাদের এসব তথ্য দিতে হবে। আমরা সমাজ থেকে মাদক নির্মূল করতে চাই।”

তিনি আরও বলেন, “ মাদকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণের জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে। কিন্তু জনবল সংকটসহ নানা সীমাবদ্ধতার কারণে তারা মাদক নিয়ন্ত্রণে তেমন কিছু করতে পারছে না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাসহ নানাধরণের কাজের চাপ উপক্ষো করেও আমরা মাদক নিমর্মূলে পুলিশ সদস্যরা বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। কিন্তু পুলিশকে তথ্য দিয়ে সহায়তা না করলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাদকবিরোধী সমাবেশে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম খান, স্থানীয় নালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু, নালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ খান, অ্যালামনাই অ্যসোসিয়েশননের এডমিন হারুন অর রশিদ ও মোশারফ হোসেন খোকন প্রমুখ। সকল বক্তাই সমাজ থেকে মাদক নির্মূলে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

বিদ্যালয় অ্যালামনাই অ্যসোসিয়েশননের এডমিন ইশতিয়াক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এই মাদকবিরোধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অপু মোহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব (অপরাধ ও তদনন্ত), শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান, বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এডমিন সামিউল্লাহ রনি, হাসান মাহমুদ তাপস মিয়া ও মনিরুজ্জামান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park