মানিকগঞ্জের সিংগাইর থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার চর চামটা এলাকার আনন্দবাজার মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- সিংগাইর উপজেলার চর চামটা এলাকার আক্তার হোসেনের ছেলে শিপন হোসেন (৩০) এবং মিলন হোসেন (৩১)।
শুক্রবার সকাল ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এসআই মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক কারবারি শিপন হোসেন ও মিলন হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে দেড় লক্ষ টাকা মুল্যের ৫০০ শ’ত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply