মানিকগঞ্জের শিবালয় উপজেলায় শিশুকে ধর্ষণের অভিযোগে তামিম (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিনও শিশুটি বাড়ির পাশের সড়কে খেলতে বের হয়। সুযোগ পেয়ে কিশোর তামিম চিপস খাওয়ার কথা বলে ৪ বছরের শিশুটিকে তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং শিশুটি বাড়ি চলে যায়। ঘটনার এক সপ্তাহ পর গতকাল বুধবার শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এ মামলায় রাতে ওই কিশোরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বুধবার থানায় মামলা করলে রাতেই কিশোরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত কিশোরকে আজ সকালে মানিকগঞ্জের কিশোর আদালতে পাঠানো হয়েছে ।
Leave a Reply