মানিকগঞ্জে অভিনব কায়দায় ছিনতাই হচ্ছে ব্যাটারিচালিত হ্যালোবাইক
আপডেট সময় :
বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
জাহিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি.
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিনব কায়দা অবলম্বন করে ব্যাটারিচালিত হ্যালোবাইক ছিনতাই করে নিচ্ছে একটি চক্র। ছিনতাইকারী এই চক্রের সদস্যরা প্রথমে যাত্রীবেশে গাড়িতে উঠে সুযোগ বুঝে গাড়ির চালককে তরলজাতীয় পানীয় পান করায়। এরপর চালকের নেশা লাগলে চালককে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
মজিবর নামে এক চালক বলেন, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের নাগরপুর থেকে আমিন নামে এক হ্যালোবাইক চালক ৪ জন যাত্রী নিয়ে সাটুরিয়ার উদ্দেশ্যে আসেন। ওই চালককে দ্বিমুখা বাজার থেকে একটি ম্যাংগো জুস কিনে দেয় ছিনতাইকারীরা। জুস পান করার পর বালিয়াটি আসার পর চালক ঢলে পড়লে তাকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা ।
স্থানীয় কয়েকজন চালক বলেন, চালক আমিনকে পাকা সড়কে ফেলে দিলে তার মুখের নিচে ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা চালককে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করেন। সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, হ্যালোবাইক রাস্তা থেকে ছিনতাই করে নিচ্ছে এই চক্র।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মামুন অর রশিদ বলেন, আমিন নামে হ্যালোবাইক চালককে জুসের সাথে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। জ্ঞান ফিরলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, এ ঘটনায় কেউ এখনও থানায় অভিযোগ করেনি। তবে যেহেতু ঘটনাটি জানলাম, ছিনতাইকারী চক্রটিকে ধরতে পুলিশ মাঠে কাজ করবে।
Leave a Reply