এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের শ্যালক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এজহার সূত্রে জানা যায়, শহরের পূর্ব দাশপাড়া এলাকার বাসা থেকে মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রতিদিনের মতো রোববার সকালে হাঁটতে বের হন। এ সময় শহরের গঙ্গাধরপট্টি এলাকায় প্রতীম নামে এক যুবক পেছন থেকে একটি মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় তিনি আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রতিবাদ করায় উল্টো মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করে ওই মোটরসাইকেল চালক প্রতীম। এ সময় প্রতীম তাকে প্রথমে কিল-ঘুষি মারে ও পরে লোহার রড় দিয়ে মাথায় ও চোখে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে মারধরের অভিযোগে রোববার বিকেলে প্রতীম (২৫) নামে এক যুবককের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে অতিদ্রুত আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply