মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আবু বক্কর নামে আড়াই বছরের এক শিশু বাচ্চাকে ঘরের সিঁধ কেটে চুরি করে নিয়ে অন্যত্র বিক্রি করার দায়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে ওই দুই আসামীসহ শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় অন্য আরেক আসামী পালিয়ে যায়।
জানা যায়, রোববার রাতে উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা মাকারপুল গ্রামে আবু বক্কর নামে ওই শিশুটিকে নিয়ে তার বাবা মা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে ঘরের সিঁধ কেটে ওই শিশুকে চুরি করে নেয় ঝন্টু ও সজল মিয়া নামে দুই মাদকসেবী। এরপর তারা শিশুটিকে নিয়ে মানিকগঞ্জের দৌলতপুর এলাকার খলিসা ডাইরা গ্রামের তাসলিমা বেগমের কাছে এক হাজার টাকায় বিক্রি করে দেয়।
শিশুটির বাবা আরিফ হোসেন জানান, রোববার ভোর রাতে ঘুম থেকে জেগে দেখতে পাই ঘরের দরজা খোলা। এরপর ঘরের বাতি জালালে দেখতে পায় ঘরের ভেতর বড় ধরণের সিঁধ কাটা হয়েছে। পরে স্ত্রী জেসমিনকে ডাকতে গেলে দেখি বিছানায় আমার আড়াই বছরে সন্তান আবু বক্কর নেই। পরে প্রতিবেশিদের ডাকাডাকি করে ঘুম থেকে উঠিয়ে মসজিদের মাইকে মাইকিং করাই।
এদিকে রাতেই মাইকিং করার পর নাগরপুর এলাকার কাওয়াখোলা এলাকা থেকে সকালে স্থানীয় জনতা সজল ও তাসলিমাকে আটক করে। পরে সাটুরিয়া থানা পুলিশকে খবর দিলে নাগরপুর এলাকা থেকে দুই আসামীসহ শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এসময় ঝন্টু মিয়া নামের আরেক আসামী পালিয়ে যায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, শিশুটিকে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঝন্টু নামে এক আসামী পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।
Leave a Reply