মানিকগঞ্জে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান পাইপসহ ড্রেজার মেশিন ধ্বংস
আপডেট সময় :
শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
মোঃ দীপু মিয়া.
সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করে এক হাজার মিটার পাইপস ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে ।
২৫ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা এ অভিযান পরিচালনা করেন ।
স্থানীয়রা সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা পরিচয়ে সবুজ আহমেদ ধলেশ্বরী নদীতে দীর্ঘদিন যাবৎ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে করছিলো । বালু উত্তোলনের ফলে নদীর দু’পাশের ফসলী জমি ও দরিদ্র মানুষের বসতভিটাসহ নানা স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা জানান, “ ড্রেজার ব্যবসায়ী সবুজ আহমেদ দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন বলে স্থানীয় লোকজন আমাকে অবগত করলে ওই স্থানে গিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করে দেয়া হয়। মেশিন থেকে পাইপ লাগিয়ে যেসব স্থানে বালু নেয়া হচ্ছিলো সেসব স্থানের পাইপও ধ্বংস করে দেয়া হয়েছে। আর মোবাইল কোর্ট আসার খবর পেয়ে ড্রেজারের সঙ্গে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে যাতে মেশিনটি যাতে আর না চালাতে পারে সেজন্য পুরোপুরিভাবে পাইপসহ মেশিনটি ধ্বংস করে দেয়া হয়েছে। ড্রেজারের বিষয়ে কোনও ছাড় দেয়ার সুযোগ নেই। যেখানেই ড্রেজার চলবে সেখানেই অভিযান চলবে। ”
মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার ধ্বংস করে দেয়ায় আনন্দিত এলাকাবাসী ।
Leave a Reply