বুধবার (২৪ আগস্ট) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে বিকাল ৫ ঘটিকার মধ্যে সব কর্মকর্তা কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে। সার্কুলারে আরো উল্লেখ করা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা উপশাখা বুথগুলো সার্বক্ষণিক খোলা রাখা যাবে।
I was very happy to uncover this great site. I need to to thank you for your time for this particularly wonderful read!! I definitely loved every little bit of it and I have you book marked to see new information on your web site.
I was very happy to uncover this great site. I need to to thank you for your time for this particularly wonderful read!! I definitely loved every little bit of it and I have you book marked to see new information on your web site.