মানিকগঞ্জে অতিরিক্ত মূল্য আদায় ও প্রতারণার দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা
আপডেট সময় :
সোমবার, ২২ আগস্ট, ২০২২
নিজস্ব প্রতিনিধি.
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এর দিকনির্দেশনায় ২২ আগস্ট সোমবার সকালে মানিকগঞ্জ শহরের পৌর বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ডিম বিক্রয়ে কারসাজি ও মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে একজন পাইকারি ডিম ব্যবসায়ী শাহিন মিয়াকে ৫,০০০ টাকা, একই অপরাধে একজন মুরগী ব্যবসায়ী আমির হোসেনকে ২০০০ টাকা এবং রঙিন বৈদ্যুতিক বাতি ব্যবহার করে পচা বাসি মাছকে চকচকে ও সতেজ দেখিয়ে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে একজন মাছ ব্যবসায়ী রাজু মিয়াকে ২০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
এছাড়াও চাল ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে বিক্রিয় না করতে ও ক্রয় বিক্রয় এর রশিদ সংরক্ষণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সদর মোশাররফ হোসেন ও ৩৮ ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ এর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে ।
Leave a Reply