স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ই আগস্ট সকাল ০৭.০০ টার দিকে শহরের শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান শেষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম এর সঞ্চালনায় সভায় অন্যনের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দীন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি কোরায়েশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে শহরের দোকান ও পথচারিদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।
Leave a Reply