নিউজ ডেস্ক.
ঢাকার ধামরাই পৌরসভার ছোট চন্ডাইল মহল্লার ৫ম শ্রেণীর ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে বাসায় আটকিয়ে রেখে পালাক্রমে ধর্ষণ করেছে একই এলাকার বদ্দর উদ্দিনের লম্পট ছেলে আরফান আলী। ওই ছাত্রীর শারীরিক অবস্থা ভাল না বলে জানিয়েছে তার পরিবার। এঘটনার ধর্ষকের বিচার চেয়েছেন নির্যাতিত পরিবার।
জানা গেছে,পৌরসভার ছোট চন্ডাইল মহল্লার লম্পট আরফান আলী (৪০) একই মহল্লার ৫ম শ্রেণীর ছাত্রীকে মজা কিনে দিবে বলে বাসায় ঢেকে নিয়ে যায় গত রোববার সন্ধ্যার দিকে। পরে ওই ছাত্রী রাত ১২ টা পর্ষন্ত আটকিয়ে রেখে পালাক্রমে ধর্ষণ করে আরফান। এসময় ওই মেয়ের গোপন অঙ্গ দিয়ে রক্তক্ষণ শুরু হলে তাকে ফেলে রেখে চলে যায় আরফান।
পরে মেয়ের পরিবার খবর পেয়ে তারা তাদের মেয়েকে উদ্ধার করে বাসায় প্রাথমিক চিকিৎসা দেয়। বর্তমানেও মেয়ের অবস্থা আশংকাজনক বলে জানান তার পরিবার। এঘটনায় ওই ছাত্রী পরিবারসহ এলাকাবাসি ধর্ষকের বিচারের দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, আরফান এলাকার অনেক মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে। তিনি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মামলা করতে পারেনি।
ওই ছাত্রীর মা ও মামা বলেন, তাদের মেয়েকে বিভিন্ন লোভ দেখিয়ে আটকিয়ে রেখে পালাক্রমে ধর্ষণ করেছে আরফান। তাদের মেয়ের অবস্থা ভাল না। সম্মানের ভয়ে ঘরে আটকিয়ে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তারা আরও বলেন, তাদের মেয়ে সুস্থ হলে থানায় মামলা করা হবে।
পৌরমহল্লার ছোট চন্ডাইল বদ্দর উদ্দিনের ছেলে ধর্ষক আরফান আলী বলেন, আমি কাউকে ধর্ষন করি নাই।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন,থানায় অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
Leave a Reply