1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন

পবিত্র আশুরা উপলক্ষে মিলাদ ও দোয় মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক.

১০ই মহররম;পবিত্র আশুরা, সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন। হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রাঃ) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হুসাইন (রাঃ) এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। ১০ মহররমে অনেক ফজিলতময় ঘটনা ঘটেছে। ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ ও জিকির-আজগারের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন ।

আশুরা উপলক্ষে গতকাল মঙ্গলবার  দেশব্যাপী বিভিন্ন সংগঠন আশুরা উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডস্থ গাবতলী গ্রামের প্রয়াত জালালউদ্দিনের বাড়িতে, ফক্বির (কবিরাজ) মোঃ রবিউল ইসলামের ব্যবস্থাপনায় পবিত্র আশুরা উপলক্ষে বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

‘পবিত্র আশুরার তাৎপর্য , শিক্ষা ও ঈমাম হুসাইন (রাঃ) এর জীবনী’ শীর্ষক মাহফিলে মিলাদ-কেয়াম পরবর্তী গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত পেশ শেষে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন,হযরত মাওলানা মোঃ মাহবুবুর রহমান ।

মিলাদ মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park