সাটুরিয়ায় জমি সংক্রান্ত জেরে প্রতিবেশীর হামলায় দশম শ্রেণীর শিক্ষার্থী আহত
আপডেট সময় :
রবিবার, ৩১ জুলাই, ২০২২
মো: মহিদ.
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার তিল্লীরচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় দশম শ্রেণীর এক শিক্ষার্থী আহত হয়ে ২৫০ শয্যা জেলা আধুনিক হাসপাতালে ভর্তি আছে ।
আহত স্বপ্না আক্তার (১৪) তিল্লীরচর গ্রামের কৃষক মো: আক্কাস আলী মেয়ে। স্বপ্না সাটুরিয়া দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
আহত স্বপ্না আক্তার বাবা আক্কাস আলী জানান, “ গত বুধবার আনুমানিক বিকাল ৩টার দিকে সাটুরিয়া উপজেলার চিল্লীরচর গ্রামে নিজ বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ বাড়িতে আমার মেয়ে স্বপ্না আক্তারকে একা পেয়ে প্রতিবেশী শহর আলীর ছেলে বোরহান (৬০) ও কছেরের ছেলে ইন্তাজ (৬৫) হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে আমার মেয়ে চোখ ও মুখের বাম পাশে মারাত্মকভাবে জখম হয়। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর খবরে বাড়ীতে গিয়ে আমার মেয়েকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করি। বর্তমানে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৬তলায় চিকিৎসাধীন আছে। উল্লেখ্য, আমার বাড়ির সামনে ৪৯ শতাংশ জায়গা নিয়ে বিরোধে গত তিন রোজায় উক্ত হামলাকারীরা আমি মো: আক্কাস আলী সহ মাজেদা বেগম, স্বপ্না আক্তার, রহমান এই চারজনের উপর হামলা করে। এতে আমরা মারাত্মকভাবে আহত হয়ে ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এ ঘটনায় মামলা চলমান আছে। আমাদের পরিবারের উপর বার বার হামলার ঘটনার প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবী জানাছি।”
Leave a Reply