1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন

অসহায় পরিবারে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন “WAB”

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিনিধি.

রাজবাড়ী পাংশা উপজেলার কলিমহর ইউপির সাজুরিয়া গ্রামে বাসিন্দা মোঃ রেজাউল করিমের পরিবারের ৬ সদস্যের ৩ জন‌ই প্রতিবন্ধী। ছিলনা থাকার ঘর যাই বা ছিল একটু বৃষ্টি হলেই চালা দিয়ে ঝড়তো পানি। দুঃখ ও কষ্টে জীবনযাপন করছিলেন এই পরিবারটি। এই অসহয় পরিবারের কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন “ We Are Bangladesh ” (WAB) নামের একটি ফেসবুক সামাজিক সংগঠন।

এই সংগঠনের পক্ষ থেকে পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিকে একটি নতুন অটোভ্যান,শিশু প্রতিবন্ধী মিথিলার জন্য একটি হুইলচেয়ার,থাকার জন্য একটি ঘর নির্মান করে দিয়েছেন এই মানবিক সংগঠনটি।

শুক্রবার সকালে WAB এর এডমিন র‌্যাব কর্মকর্তা কবিরুল সাগর এই অসহায় পরিবারকে অটো ভ্যান,হুইলচেয়ার ও ঘর বুঝিয়ে দেন।

এ সময় মোঃ রেজাউল করিম বলেন, “ আমার পরিবারে ৬ জন সদস্য তার মধ্যে ৩ জনই প্রতিবন্ধী। ছিলনা থাকার ঘর; খুবই অসহায় জীবনযাপন করতে হতো আমাদের।We Are Bangladesh নামের একটি ফেসবুক সামাজিক সংগঠন আমার ও আমার পরিবারে পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের পক্ষ থেকে আমাকে অটো ভ্যান,থাকার ঘর ও আমার ছোট প্রতিবন্ধী মেয়ের জন্য হুইলচেয়ার উপহার দিয়েছে। এখন থেকে আমি এবং আমার পরিবার সুন্দর ভাবে চলতে পারবো। যারা আমার এবং আমার পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা।”

এ সময় কবিরুল সাগর জানান, “ We Are Bangladesh (WAB) বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক ভিত্তিক অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরন ও কর্মসংস্থান, ভিক্ষুকদের পূর্নবাসন, মসজিদ/মাদ্রাসা/এতিমখানা সংস্কার, আইনগত পরামর্শ প্রদান, রক্ত সংগ্রহ, অসহায়দের মাঝে খাবার বিতরন সহ নানাবিধ সামাজিক কাজ করে থাকে। আমরা এই সামাজিক ও মানবিক কাজ মৃত্যুর আগ পর্যন্ত করে যাবো। এরই অংশ হিসেবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সাজুরিয়া গ্রামে একটি পরিবারের সন্ধান পাই আমি। জানতে পারি এই পরিবারের ছয় জন সদস্যের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। পরে WAB গ্রুপের মাধ্যমে তাদের কর্মসংস্থানের দায়িত্ব নেই। পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিকে একটি নতুন অটোভ্যান, তার প্রতিবন্ধী মেয়ের জন্য হুইলচেয়ার ও থাকার জন্য একটা ঘর নির্মান করে দেয়া হয়েছে।”

 এ প্রসঙ্গে WAB এর প্রতিষ্ঠাতা এসএস আকবর জানান, “ ৬ জনের পরিবারের ৩ জনই প্রতিবন্ধী এমন পরিবারকে পরিপূর্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এই পরিবারকে একটা ভ্যান, একটা থাকার ঘর একটা সেলাই মেশিন ও একটা হুইলচেয়ার উপহার প্রদান করে আলোর পথে আনতে পেরেছি বলে আমরা আনন্দিত ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park