ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল ও পরিভাষা হলো তাওবা। তাওবা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার শ্রেষ্ঠতম সৃষ্টি ও প্রতিনিধি মানুষের জন্য বড় নেয়ামত, করুণা ও দয়া। এর মাধ্যমে মানুষ পাপ-পঙ্কিলতা মোচন করে। পবিত্র কোরআনুল কারিমে মুমিনগণকে বারবার তাওবা ও ইসতেগফার করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাওবা ও ইসতেগফারের জন্য ক্ষমা,পুরস্কার ও মর্যাদা ছাড়াও জাগতিক উন্নতি ও বরকতের সুসংবাদ দেওয়া হয়েছে। মুমিন মুসলমানের দুনিয়া ও পরকালের নাজাতের উপায় ‘তাওবাতুন নাসুহা’।
কোরআনুল কারিমের পাশাপাশি একাধিক হাদিসে ইসতেগফারের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখেছি, ইসতেগফার আল্লাহর অন্যতম জিকর। জিকরের সাধারণ ফজিলত ইসতেগফারকারী পেয়ে থাকেন। এ ছাড়াও ইসতেগফারের রয়েছে অতিরিক্ত সওয়াব ও মর্যাদা।
ইসতেগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা। ইসতেগফার শব্দটি মূলত মাগফেরাত শব্দ থেকে এসেছে ; যার শাব্দিক অর্থ ঢেকে দেওয়া, পর্দা করা। প্রকৃতপক্ষে বান্দা ইসতেগফার করে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাঁর পাপী বান্দাকে অনুগ্রহ ও ক্ষমার চাদরে ঢেকে দেন।
তাওবার পারিভাষিক অর্থ হচ্ছে, আল্লাহ তাআলার কাছে লজ্জিত, অনুতপ্ত হয়ে অন্যায়-অসৎ কাজ থেকে প্রত্যাবর্তন এবং ভবিষ্যতের জন্য সৎ ও ন্যায় কাজের সংকল্প করা। এরপর সৎ কাজের দ্বারা অতীতের সব অসৎ কাজের ক্ষতিপূরণের চেষ্টা করা। অর্থাৎ পাপের পথ ছেড়ে পুণ্যের পথে ফিরে আসা।
কাউকে শারীরিক-মানসিক কষ্ট দেওয়া, মান-সম্মান নষ্ট করা, দুর্নাম করা এবং মিথ্যা অপবাদ দেওয়া ও সম্পদ হানি করা; এসবই মানুষের হক নষ্ট করার অন্তর্ভুক্ত। কারো কোনো হক নষ্ট করে থাকলে যথাসম্ভব তার ক্ষতিপূরণ করতে হবে বা ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহর হকের মধ্যে কোনো হক (নামাজ, রোজা, জাকাত ও হজ ইত্যাদি) বাকি থাকলে তা তাড়াতাড়ি আদায় করতে হবে। তাওবা সম্পর্কে কোরআনুল কারিমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেন-
‘হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা কর, খাঁটি তাওবা; আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত, নবী ও তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। তাদের আলো তাদের সামনে ও ডানে ধাবিত হবে। তারা বলবে, ‘হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন; নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান।’ (সুরা তাহরিম : আয়াত ৮)
Leave a Reply