উপনির্বাচনে বিজয়ের পর জাতীয় নির্বাচনের ডাক ইমরানের
আপডেট সময় :
মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
অনলাইন ডেস্ক.
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে বড় জয় পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেখানে ২০টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, যার মধ্যে ১৫টিতে জয় পেয়েছে পিটিআই। অন্যদিকে পিএমএল-এন জয় পয়েছে মাত্র চারটি আসনে। ফলে পাঞ্জাব প্রদেশের নিয়ন্ত্রণ এখন পিটিআইয়ের হাতে। এদিকে পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে নিজ দলের বিজয়ের পর ফের আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
রবিবার পাঞ্জাবের ১৪ জেলার ২০টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো ধরনের সহিংস ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। ২০টি আসনে উপনির্বাচনে ১৫টিতে জয় পায় ইমরান খানের দল তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই)। একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পিএমএল-এন জয় পেয়েছে মাত্র চারটি আসনে। ফলে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রদেশের নিয়ন্ত্রণ এখন পিটিআইয়ের হাতে। এরপর এক টুইট বার্তায় ইমরান খান বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের বাইরে অন্য কোনো বিকল্প পথ বড় ধরনের রাজনৈতিক অস্হিতিশীলতা তৈরি করে। ফলে অর্থনীতি বাধাগ্রস্ত হয়। পাঞ্জাবের মানুষ ও দলের কর্মীদের ধন্যবাদ জানান ইমরান। নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন পিএমএল-এনের নেতা মরিয়ম নওয়াজ।
উপনির্বাচনের এই আসনগুলো পাঞ্জাব অ্যাসেম্বলির জন্য গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজের ভাগ্য নির্ধারিত হওয়ার কথা। জুলাইয়ের ২২ তারিখে প্রদেশটিতে মুখ্যমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পিটিআই হামজা শাহবাজকে পরাজিত করতে পারবে বলে মনে করা হচ্ছে। এই নির্বাচনে জয়ের জন্য উভয় দলই সর্বাত্মক চেষ্টা চালায়। কারণ পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী প্রদেশের ক্ষমতাসীন দল নির্ধারণ ও পরবর্তী সাধারণ নির্বাচনেও এর প্রভাব পড়বে।
Leave a Reply