শিবালয়ে প্রাণে বাঁচল পিকনিক ট্রলারের ৭৪ যাত্রী
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে শিবালয়ের মান্দ্রাখোলা এলাকার পদ্মা নদীতে রাতের বেলায় ইঞ্জিন বিকল হয়ে একটি পিকনিকের ট্রলার তীব্র স্রোতে ডুবে যাওয়ার উপক্রম হলে ওই ট্রলারের ২জন মাঝিসহ ৭৪জন যাত্রীকে উদ্ধার করেছে পাটুরিয়া ঘাট নৌ-থানা পুলিশ।
পাটুরিয়া ঘাট নৌ-থানা পুলিশের অফিসার ইনচার্জ মো: আবু বকর সিদ্দিক জানান, বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে মোবাইল ফোনে সংবাদ আসে শিবালয়ের পদ্মা নদীর মান্দ্রাখোলা এলাকায় একটি ট্রলার ডুবে যাচ্ছে। তাৎক্ষণিক তিনি অফিসার ও ফোর্সসহ পাটুরিয়া ঘাট থেকে একটি একটি লঞ্চ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং দেখতে পান ছোট একটি ট্রলার ইঞ্জিন বিকল হয়ে পানির তীব্র স্রোতে নদীতে ডুবে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। এসময় ওই ট্রলারে থাকা ২জন মাঝিসহ ৭৪জন যাত্রীকে উদ্ধার করা হয়। রাত ১২টা পর্যন্ত চলে এ উদ্ধার কার্যক্রম।
পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই ট্রলারে থাকা যাত্রীরা মানিকগঞ্জ সদর উপজেলার গোলরা চরখন্ড এলাকার বাসিন্দা। এরা বুধবার সকালে ট্রাকে করে আরিচা ঘাটে আসেন।এরপর পিকনিক করার উদ্দেশ্যে আরিচা ঘাট থেকে ট্রলারযোগে ঢাকা জেলার দোহার থানার মৈনট ঘাটে যান। পিকনিক শেষে আরিচা ঘাটে ফেরার পথে রাত হয়ে যায়। এদিকে উত্তাল নদীর পথিমধ্যে মান্দ্রাখোলা এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে তীব্রস্রোতে ট্রলারটি ডুবে যাওয়ার উপক্রম হয়ে পড়ে।
মোবাইল ফোনে তাৎক্ষণিক সংবাদ পেয়ে ট্রলারের ৭৪জন যাত্রী ও ২জন মাঝি এবং ওই ট্রলারটিকে উদ্ধার করা হয়।
এব্যাপারে একটি জি.ডি ও তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24
এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
Leave a Reply