1. admin@deshprokash24.com : Admin : Asraful Islam
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১২:০৪ অপরাহ্ন

মানিকগঞ্জে বজ্রপাতে ১৯ জন আহত,৩ জনের অবস্থা আশঙ্কাজনক

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিনিধি.

সদর উপজেলার জাগীর ব্রিজ এলাকায় বজ্রপাতে ১৯ জন আহত হয়েছেন । আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজন।

১৫ জুলাই শুক্রবার বিকাল সোয়া ৪ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে আহতরা হলেন, আব্দুল লতিফ(৬০), ইসমাইল(১৫), আলমগীর(৫৫), আরিফ(২৯), ওয়াসিম(২০), আজিজুল হাকিম(৩৫), মোকলেস(৬২), রাজ্জাক(৫০), শামীম(৩৫) ফাহিম(১৭), জাহিদুল(৪০), সজিব(২০), রাজিব(২০), ফারুক(৩০), শিবু মিয়া(২০), বিপ্লব হোসেন(২০), রইজ উদ্দিন(১৮), লুৎফর রহমান(৩৫). বাদশা মিয়া(৫০)। তাঁদের বাড়ি জেলার সদর, সাটুরিয়া ও সিংগাইরের বিভিন্ন গ্রামে। বজ্রপাতে আহত ১৯ জনের মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ জেলা হাসাপাতালে ভর্তি আছেন ১৮ জন। আহতদের মধ্যে জাহিদুল, মোকলেস এবং রাজ্জাকের অবস্থান আশঙ্কাজন।

আহত ও প্রত্যক্ষদশীদের সূত্রে জানা গেছে, সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে ইউসুফ আলী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আজ তৃতীয় দিনে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় খেলা দেখতে স্থানীয়রাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন মাঠে জড়ো হতে থাকে।

হঠাৎ বিকট বজ্রপাতের শব্দ হয়। এসময় জাগাীর ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি কড়ই গাছের উপর বজ্রপাত পড়ে। এতে গাছটি ডালসহ ফেটে যায়। এছাড়া বজ্রপাতে অনেকই আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১৮ জন চিকিসাধীণ রয়েছে।

হাসপাতালে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামীমা আক্তার বলেন, “ বজ্রপাতের ঘটনায় আহত ১৮ জন ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে ৩ জনের শরীরে বিভিন্নস্থানে জ্বলসে গেছে।”

ভর্তি রোগীদেরকে হাটা চলা করার পরামর্শ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ প্রকাশ 24

এই ওয়েবসাইটের কোনো লেখা/সংবাদ, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।

Theme Customized By Shakil IT Park